
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আসা লাখো মুসল্লি মানিক মিয়া এভিনিউ এলাকায় জোহর নামাজ আদায় করেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে মানিক মিয়া এভিনিউ এলাকায় জোহার নামাজ আদায়ের এ দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, পাশের মসজিদগুলোর মাইকে জোহর নামাজের আজান হলে নামাজের প্রস্তুতি নিতে শুরু করেন মুসল্লিরা।
একটা সময় জামাতে নামাজ আদায় করতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান তারা। লাখো মুসল্লির অংশগ্রহণে আদায় করা হয় জোহর নামাজ।
শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিল ধারণের জায়গা নেই।
এদিকে হাদির জানাজা নামাজকে কেন্দ্র করে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে।
তাদের হাতে জাতীয় পতাকা। মাথায় লাল-সবুজের পতাকার ব্যান্ড। মুখে ‘হাদি হাদি’ স্লোগান।
আজ হাদির মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
একইসঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, এ সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
শুক্রবার সন্ধ্যা ৬টায় হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান হাদি।
সেখান থেকে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হয়।
All rights reserved © 2024
Leave a Reply