
কক্সবাজারে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
নিহত মরিয়ম খাতুন (৩৫) তার মেয়ে মহিমা (৫) সেন্টমার্টিন পূর্বপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তারা মারা যান।
রোববার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত স্পিডবোটটিতে নারী ও শিশুসহ মোট ৭ জন যাত্রী ছিলেন। সেন্টমার্টিন থেকে ছেড়ে টেকনাফে যাওয়ার পথে ঘোলারচর এলাকায় উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে স্পিডবোটটি হঠাৎ উল্টে যায়।
পরে পাশ দিয়ে যাওয়া আরেকটি স্পিডবোট দ্রুত সেখানে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে।
স্পিডবোট চালক মো. আরিফ জানান, সাগর প্রচণ্ড উত্তাল থাকায় বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফ আলভী জানান, নিহত দুইজনকে জরুরি বিভাগের আনার আগেই মৃত্যু হয়েছে। তারা সেন্টমার্টিন এলাকার বাসিন্দা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উত্তাল সাগর ও প্রচণ্ড ঢেউয়ের কারণেই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসন তদন্তের প্রস্তুতি নিচ্ছে।
All rights reserved © 2024
Leave a Reply