
মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে তার নিজ জেলা শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিন সকালে নড়িয়ার ইশ্বরকাঠি গ্রামের বাড়িতে আবুল কালামের দ্বিতীয় জানাজা পড়ানো হয়। এসময় তাকে শেষ বিদায় জানাতে অশ্রুসিক্ত নয়নে উপস্থিত হন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।
পরে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফনের জন্য মরদেহ নেয়া হয়।
তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়েই শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে, রোববার (২৬ অক্টোবর) রাত দশটায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে প্রথম জানাজা হয়। নিহত কালাম তার স্ত্রী ও ২ সন্তানসহ শ্বশুরবাড়ির পাশে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন।
প্রসঙ্গত, রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম আজাদের মৃত্যু হয়।
পরে তার মরদেহ উদ্ধার করে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বর এমন বিয়ারিং প্যাড খুলে গিয়েছিল। তখন কোন হতাহত হয়নি। তবে ১১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল।
All rights reserved © 2024
Leave a Reply