শারদীয় দুর্গাপূজার চার দিনের ছুটির প্রভাবে রাজধানী থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।
সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার জুড়ে গাড়ি ধীরগতিতে চলছে। ঢাকা-সিলেট মহাসড়কেও বিভিন্ন স্থানে যানবাহন থেমে থেমে চলছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ছুটির চাপ ও বৈরী আবহাওয়ার কারণে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন সড়কে রয়েছে। এতে যানবাহনের গতি কমে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
যাত্রী রায়হান রাশেদ জানান, ‘সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা যেতে আধাঘণ্টা লাগে, তবে আজ সেখানে তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে।’
বাসযাত্রী শীলা আহমেদ বলেন, ‘প্রতি বছর পূজার ছুটিতে গ্রামে যাই। কিন্তু আজকের যানজট এত ভয়াবহ যে, কখন পৌঁছাতে পারব তা জানি না।’
ঢাকা-সিলেট মহাসড়কেও একই সমস্যা দেখা দিয়েছে। ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার এলাকায় গাড়ি ধীরগতিতে চলছে।
ট্রাকচালক আমিনুল ইসলাম জানান, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যার ফলে জ্বালানি খরচ বেড়েছে এবং মালিকদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, যানজট নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে গাড়ির চাপ অনেক বেশি হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগছে। একাধিক টিম কাজ করছে এবং আশা করা হচ্ছে, শীঘ্রই যানবাহনের চলাচল স্বাভাবিক হবে।
All rights reserved © 2024
Leave a Reply