1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

গোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ তোলা হয়েছে

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পঠিত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গুলিতে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হবে আজ সোমবার দুপুরে।

বিষয়টি প্রথম আলোকে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান।

ওসি বলেন, আদালতের নির্দেশে আজ দুপুরে পৌরসভার গেটপাড়া কবরস্থান থেকে রমজান কাজী ও ইমন তালুকদারের এবং টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ উত্তোলন করা হবে। এরপর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত পৌরসভার গেটপাড়া কবরস্থানে ম্যাজিস্ট্রেট আসেননি। তবে সেখানে পুলিশ সদস্যরা অপেক্ষা করছিলেন।

এর আগে গতকাল রোববার নিহত রমজান কাজী (১৮), ইমন তালুদার (১৮) ও সোহেল রানা মোল্লার (৩৫) লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা রোজী।

ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ১৬ জুলাই রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা মোল্লা গুলিতে নিহত হন। তখন ময়নাতদন্ত ছাড়া তাঁদের দাফন করা হয়। এরপর ১৯ জুলাই এ ঘটনায় হত্যা মামলা হয়।

১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে (ফেসবুকে নেতাদের অনেকে একে ‘মার্চ টু গোপালগঞ্জ’ বলেছেন) কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের হামলা, পরে সংঘর্ষ ও গুলির ঘটনায় নিহত চারজনের ময়নাতদন্ত হয়নি।

পুলিশ লাশের সুরতহালও করেনি। বিষয়টি নিয়ে সমালোচনা হয়। পরে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া একজনের ক্ষেত্রে ময়নাতদন্ত হয়েছে। আরেক নিহত দীপ্ত সাহার লাশ দাহ করায় ময়নাতদন্ত করা সম্ভব হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost