শাওন হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি: কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোর্ডিং মার্কেটে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন কর্মচারী ও মালিক সর্বমোট ৪জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী ওবাইদুল জানান, রামেরকান্দা বোর্ডিং এ বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এলাকার রিফাত জানায় মায়ের বিরিয়ানির পার্শ্ববর্তী একটি কাবাব এর দোকানের সামনে রাখা সিলিন্ডার নবাবগঞ্জ গামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় বিস্ফোরণ হয়ে, মুহূর্তেই আগুন ধরে যায়।
কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া জানান, রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত ৪জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।
All rights reserved © 2024
Leave a Reply