বন্যার পানিতে রোগজীবাণু ছড়িয়ে পড়ছে সর্বত্র। মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, চুলকানি, জ্বর ঠান্ডাসহ বিভিন্ন রোগ ব্যাধি। বিশেষত বন্যাপরবর্তি সময়ে পানি কমে যাওয়ায় পানি দূষিত হয়ে রোগের প্রকোপ আরো বেড়ে গেছে।
বন্যাপরবর্তি পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্প কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ছয়দিনে পাঁচজন ডাক্তারের সহযোগিতায় আমাদের স্বেচ্ছাসেবীরা এপর্যন্ত পাঁচ সহস্রাধিক পরিবারে চিকিৎসা কার্যক্রম চালিয়েছে। নিত্যপ্রয়োজনীয় ঔষধ সেলাইন বিতরণ করা হচ্ছে বিনামূল্যে। বিনামূল্যে প্রেসার, ডায়বেটিসসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে।
ফেনীর সহায়তা ক্যাম্পে দায়িত্বরত সংগঠনের কেন্দ্রীয় সহ-বায়তুল মাল সম্পাদক ও যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন, আমাদের মেডিকেল টিম প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে চিকিৎসা দেয়ার অভিজ্ঞতার ভিত্তিতে রিপোর্ট করেছে, আগামীতে চিকিৎসার প্রয়োজনীয়তা আরো প্রকট হবে। সে রিপোর্টের ভিত্তিতে আমাদের পুনঃর্বাসন পরিকল্পনায় চিকিৎসার জন্য পরিবার প্রতি ৫০০০ টাকা করে বাজেট নির্ধারণ করেছি। আমরা সকলের সার্বিক সহযোগিতায় এই লক্ষ্যমাত্রা পূরণ করব ইনশাআল্লাহ।
All rights reserved © 2024
Leave a Reply