মিরপুরে সাংবাদিকের বিরুদ্ধে কিশোর গ্যাং ও পুলিশ প্রশাসনের চক্রান্ত প্রশমনে মানববন্ধন
সাগর বাদশা
সাংবাদিক প্রান্ত পারভেজকে কুখ্যাত কিশোর গ্যাং”মাইরা দে”গ্রুপের নির্যাতন,হুমকি,মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে আজ বেলা ১২টার দিকে রাজধানীর মিরপুর- ১ সনি সিনেমা হলের সামনে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের দ্বারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়েছে।
উক্ত সমাবেশের আয়োজক প্রতিষ্ঠান গুলোর মধ্যে ছিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ফ্রিলেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ,বৃহত্তর মিরপুর সহ ঢাকার বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীগন।সমাবেশে উক্ত সন্ত্রাসী কিশোর গ্যাংদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেন বাংলাদেশের সুপরিচিত ও প্রখ্যাত সাংবাদিক নেতা,সংগঠক ও মানবাধিকার কর্মীবৃন্দ।সেই সাথে সাংবাদিকদের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে সুদৃঢ় বক্তব্য রাখা হয়।
খবরে প্রকাশ,কুখ্যাত কিশোর গ্যাং” মাইরা দে”গ্রুপের বিরুদ্ধে খবর প্রকাশ করায় সাংবাদিক প্রান্ত পারভেজের বিরুদ্ধে মিথ্যা মানলা ও হুমকি প্রদান করে উক্ত কিশোর গ্যাং এর সদস্যরা যাদের কিনা গোপনীয় চক্রান্ত মুলক ভাবে সহায়তা করছে স্থানীয় পুলিশ প্রশাসন।উক্ত সমাবেশের বক্তব্য থেকে জানা গেছে,সাংবাদিকদের বিরুদ্ধে আক্রোশ মুলক আচরণ প্রতিহত ও পরিপূর্ণ অধিকার আদায়ে সোচ্চার হতে আজও দেশব্যাপী সকল প্রশাসন পিছনে পরে আছে
Leave a Reply