নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর সেই চোরের খনি বৃদ্ধি পেয়ে এখন রূপ নিয়েছে ডাকাত এবং ছিনতাইয়ের খনিতে। তার ই বহিঃপ্রকাশ মিডিয়া অঙ্গনের চার আমলার আলোচনার ঝড়। বৃহস্পতিবার ১১ তারিখ হাইকোর্ট তলব করেছে বাংলাদেশ ব্যাংক কে, এগুলো কিসের নমুনা?এরা কি শুধু এদের মধ্যেই সীমাবদ্ধ? দেশের প্রত্যেকটা সেক্টরে এদের উত্তরসূরি বিদ্যমান। বর্তমান সরকার মিডিয়ার যে স্বাধীনতা দিয়েছে, এটা বহাল থাকলে অচিরেই পর্যায়ক্রমে এদের মুখোশ উন্মোচিত হবে। যাহা জাতির জন্য অত্যন্ত হতাশা ব্যঞ্জক।মাননীয় প্রধানমন্ত্রী এবং হাতেগোনা কয়েকজন মন্ত্রীর আন্তরিকতার অভাব না থাকলেও অধিকাংশ মন্ত্রী-এমপিও আমলার মধ্যে রয়েছে কুকুরচুরি।দায়িত্বশীল একজন প্রভাবশালী আমলার নামও ইতিমধ্যে মিডিয়া অঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে। ইতোমধ্যে কতগুলো সেক্টরে আমাদের প্রতিনিধিরা বিস্ময়কর তথ্যের আভাস পেয়েছে। অচিরেই মিডিয়া অঙ্গন জাতির সামনে তা তুলে ধরবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্বাণ ও চলমান সরকারের জনপ্রিয়তা ধরে রাখতে হলে চিহ্নিত ও নমুনা প্রাপ্ত কর্তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা জাতীয় স্বার্থে জরুরি।
Leave a Reply