মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ভ্যাকসিন সংকটে
মো নাঈম মিয়া
১০ জুলাই সকালে হাসপাতাল গিয়ে দেখা যায়, রোগীরা হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে কিনে আসছেন। সেই ভ্যাকসিন নার্সরা দিয়ে দিচ্ছেন রোগীদের শরীরে।
পৌর এলাকা উত্তর সেওতা গ্রামের কাজি আব্দুল মান্নান বলেন, গত ৭ তারিখে আমার ছেলেকে কুকুরে কামড় দিলে হাসপাতালে টিকা দিয়ে নিয়ে যায়। আজ আবার টিকা দেওয়ার ডেট। এসে শুনি হাসপাতালে টিকা নেই। পরে ফার্মেসি থেকে কিনে নার্সদের দিলে তারা আমার ছেলেকে টিকা দেয়।
এ সময় হাসপাতালে ভ্যাকসিন না থাকায় রোগীসহ তাদের পরিবারের সদস্যরা হাসপাতালেরে স্টাফদের বিরুদ্ধে বিভিন্ন নানা কথা বেলন।
২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স সারমিন আক্তার শিলা বলেন, আজকে নতুন করে ৪৭ জনসহ ১৬৪ জনকে ভ্যাকসিন দিয়েছি। হাসপাতাল থেকে ৩২ জনকে দেওয়ার পরে ভ্যাকসিন শেষ হয়ে যায়। পরে বাকি রোগীরা বাইরে থেকে কিনে আনলে আমরা ভ্যাকসিন দিয়ে দেই।
এ বিষয়ে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহউদ্দিন বলেন, গত কয়েকদিনে হঠাৎ করে কুকুর, বিড়াল, শিয়ালের কামড়ের রোগী বেড়ে যাওয়ায় ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। আমরা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। আশা করছি আগামী রোববারের মধ্যে ভ্যাকসিন চলে আসবে
Leave a Reply