
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
একইসঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমান উড্ডয়ন নিষিদ্ধে আদালতের নির্দেশনাও চাওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস এ রিট করেন।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুপুর ১টায় রিটের শুনানির সময় নির্ধারণ করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া এবং অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
রিট আবেদনে বলা হয়েছে, বিমান বাহিনীর অধীনস্থ ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা, তাদের রক্ষণাবেক্ষণ পদ্ধতি ও কার্যক্রম বিষয়ে বিস্তারিত তথ্য আদালতের নির্দেশে প্রকাশ করা হোক।
এছাড়া, দুর্ঘটনায় আহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো এবং নিহত শিক্ষার্থীদের পরিবারকে প্রতিজনের জন্য ৫ কোটি টাকা এবং আহতদের প্রতিজনের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।
All rights reserved © 2024
Leave a Reply