
আবারও আইনের জালে পড়লেন গায়ক মাইনুল আহসান নোবেল। রাজধানীর কল্যাণপুর এলাকায় উবার চালককে মারধরের অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে নোবেলকে মদ্যপ অবস্থায় আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় মিরপুর মডেল থানায়।
পুলিশ জানিয়েছে, আকবর হোসেন নামের এক উবার চালকের সঙ্গে বাকবিতণ্ডার জেরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন নোবেল।
ভুক্তভোগী চালক আকবর হোসেন গণমাধ্যমকে জানান, অ্যাপের মাধ্যমে নোবেল একটি প্রাইভেটকার ভাড়া করেন এবং হাবুলের পুকুরপাড় এলাকায় পৌঁছান। তার সঙ্গে ছিলেন স্ত্রী সালসাবিল।
নির্ধারিত গন্তব্যে পৌঁছেও গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান নোবেল এবং শুরু করেন অসংলগ্ন কথা ও গালাগালি। একপর্যায়ে চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে তাকে মারধর করেন।
ঘটনার সময় আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নোবেলসহ সংশ্লিষ্টদের থানায় নিয়ে যায় পুলিশ।
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, গায়ক নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য নেওয়া হচ্ছে, এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে নারী নির্যাতনের মামলায় গত ২০ মে গ্রেপ্তার হন নোবেল। ওই মামলায় জামিন পান ২৪ জুন। এরই মধ্যে ১৯ জুন আদালতের নির্দেশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে সাবেক স্ত্রী সালসাবিলের বিয়ে হয়।
All rights reserved © 2024
Leave a Reply