
নড়াইলের লোহাগড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা লায়ন নুর ইসলাম এর আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার উপজেলার বেলটিয়া গ্রামে লায়ন নুর ইসলামের নিজ গ্রামের বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল মাওলা, গণ অধিকার পরিষদের নড়াইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু শেখ, জেলা গন অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি জামাল খান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল মোল্লা, লোহাগড়া উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম সহ দুই শতাধিক নেতাকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় দল কে গতিশীল রাখতে বিভিন্ন বিষয়ে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, লায়ন নুর ইসলাম বলেন, গন অধিকার পরিষদের সঙ্গে আমি একেবারেই নতুন তারপরও আজ আমার ডাকে সাড়া দিয়ে আপনারা দূর দুরন্ত থেকে যে ভাবে ছুটে এসেছেন এটাই প্রমাণ করে আপনারা দল কে কতটা ভালোবাসেন আর এই ভালোবাসা থাকলে আমরা আগামী দিনে অনেক দূরে এগিয়ে যেতে পারবো।
এ সময় জেলার নেতাকর্মীরা লায়ন নুর ইসলাম কে গন অধিকার পরিষদের পক্ষ থেকে নড়াইল ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দেখতে চান ও তাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠানোর আশা ব্যক্ত করেন।
All rights reserved © 2024
Leave a Reply