1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

কেরানীগঞ্জে বিএনপির নির্বাচনী সভা: হুমকির অভিযোগ কর্নেল আব্দুল হকের, দলের ভেতরকার অনিয়মের ইঙ্গিত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পঠিত

শাওন হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার: ঢাকা-২ আসনের নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জে বিএনপির এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই সভায় নির্বাচনী কৌশল, সাংগঠনিক কার্যক্রম এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কর্নেল (অব.) মোঃ আব্দুল হক পিএসসি বলেন, আপনাদেরকে বাড়িতে ডেকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তবে কারা এই হুমকি দিচ্ছে, সে বিষয়ে তিনি সরাসরি কিছু না বললেও, তার বক্তব্যের সারমর্ম থেকে প্রতিদ্বন্দ্বী পক্ষের তৎপরতা এবং দলের ভেতরকার কিছু অসঙ্গতির ইঙ্গিত স্পষ্ট হয়।

তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাব। বিএনপির ভেতরেই এমন কিছু ব্যক্তি রয়েছেন, যারা নিজেদের স্বার্থের জন্য দলের ভাবমূর্তি নষ্ট করছেন। সংগঠনের নামে চাঁদাবাজি এবং স্বেচ্ছাচারিতা বরদাশত করা হবে না। যারা আপনাদের হুমকি-ধামকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ইতালি ও ইউরোপ শাখার আন্তর্জাতিক সম্পাদক আব্দুল আজিজ, সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা মুহাম্মদ শাহজাহান সম্রাট। এতে আরও বক্তব্য রাখেন বিএনপি ৫৫ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মোঃ দিল ইসলাম, সাবেক বিডিআর কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, বিএনপি নেতা মোঃ খোকন, মোঃ সরোয়ার এবং প্রবীণ বিএনপি নেতা মোঃ সামসুল হক সামসু।

নেতাকর্মীদের উদ্দেশ্যে কর্নেল হক বলেন, বিএনপির আদর্শ রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলকে দুর্নীতি ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করতে হবে। দলের ভিতর ও বাহির থেকে আসা সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেই আমরা সামনে এগিয়ে যাব।

সভায় বিএনপির নেতারা আসন্ন নির্বাচন নিয়ে নিজেদের কৌশল ও সংগঠনের কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যেকোনো প্রতিকূলতার মধ্যেও আমরা মাঠে থাকব। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost