 
																
								
                                    
									
                                 
							
							 
                    
সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সুফিনামার সম্পাদক ও প্রকাশক জনাব, খাজা ওসমান ফারুকী সাহেবকে,৪৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার (ট্রাস্ট ৪৬/২৪) এর সম্মানিত উপদেষ্টা হিসেবে আইডি কার্ড প্রদান করেন সংস্থার সুযোগ্য চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকি, অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিন, ডোনার সদস্য মোহাম্মদ সাউকি বিপ্লব। খাজা ওসমান ফারুকী সাহেব তার নিজের লেখা “সুফি মেডিটেশন” বইটি সংস্থার চেয়ারম্যান কে উপহার দেন। সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম তার বক্তৃতায় বলেন সুফিনামার সম্পাদক ও প্রকাশক খাজা ওসমান ফারুকী সাহেব আপনাকে আমাদের সংস্থার সম্মানিত উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা আনন্দিত। খাজা ওসমান ফারুকী সাহেব বলেন আমিও আপনাদের সাথে একাত্বতা প্রকাশ করে কাজ করতে চাই দেশ জাতির কল্যাণে।
All rights reserved © 2024
Leave a Reply