গাজা নিয়ে করা শান্তিচুক্তি ভাঙলে হামাসকে নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেন, হামাসকে নিজেদের সংশোধনের একটি সুযোগ দেওয়া হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সময় এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমরা হামাসের সঙ্গে একটি চুক্তি করেছি। আশাকরি তারা শান্ত থাকবে। তবে চুক্তি ভাঙলে আমরা প্রয়োজনে ব্যবস্থা নেব।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না জড়ালেও আন্তর্জাতিক শান্তিরক্ষীদের গাজায় পাঠানো হলে তিনি সন্তুষ্ট হবেন। একই সঙ্গে ইসরায়েলের তাৎক্ষণিক পদক্ষেপের ইঙ্গিতও দেন তিনি।
এদিকে হামাসের এক মুখপাত্র জানিয়েছেন, তারা এখনো যুদ্ধবিরতি চুক্তিতে অঙ্গীকারবদ্ধ। তবে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়ায় উত্তেজনা বাড়ছে।
ট্রাম্প দাবি করেন, হামাস এখন অনেক দুর্বল এবং তাদের আঞ্চলিক মিত্র ইরান থেকেও যথাযথ সহায়তা পাচ্ছে না।
এদিকে ট্রাম্পের বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ইসরায়েল সফরে যান। যদিও তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
All rights reserved © 2024
Leave a Reply