 
																
								
                                    
									
                                 
							
							 
                    
ড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত শ্রমিক অধিকার পরিষদ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বিকাল ৪ টায় দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্বাচিত কমিটির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ২ আসনের গণঅধিকার পরিষদের সম্ভাব্য এম,পি প্রার্থী লায়ন নুর ইসলাম, সদস্য গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি ও চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের নড়াইল জেলা কমিটির সভাপতি জনাব ইমাম হোসেন সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের জেলা কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত জেলা সভাপতি, যুব অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের সম্মানিত জেলা সভাপতি ও বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন,গণধিকার পরিষদ এদেশের রাজনৈতিক অঙ্গনে একটি কলঙ্ক মুক্ত রাজনৈতিক সংগঠন।
যাদের জন্ম হয়েছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। যেখানে সন্ত্রাস এবং চাঁদাবাজির কোন ঠাঁই নেই। দলটির শীর্ষ নেতা ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর এর আদর্শ ও উদ্দেশ্য জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য গণধিকার পরিষদের মনোনীত প্রার্থীকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
সন্ত্রাসমুক্ত সমাজ, মাদকমুক্ত দেশ গড়া ই আমাদের প্রত্যয়।
আলোচনা শেষে নব নির্বাচিত ইউনিয়ন কমিটির পরিচয় পর্ব শেষে গণঅধিকার পরিষদের নির্বাচনী ইশতেহার সহ নড়াইল ২ আসনে গণধিকার পরিষদের নির্বাচন উত্তর গৃহীত পদক্ষেপ সম্বলিত লিফলেট ও ওয়াড টুর্নামেন্ট নড়াইল ২ উপলক্ষে ফুটবল বিতরণ করা হয়।
All rights reserved © 2024
Leave a Reply