
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন।
২০০৮ সালে এই কার্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম তিনি সেখানে গেলেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১টা ৪৩ মিনিটে দিকে তারেক রহমান চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান।
বিএনপি সূত্র জানায়, দলীয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিতেই তারেক রহমান কার্যালয়ে আসেন। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সেসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2024
Leave a Reply