
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ক্রুসহ জাহাজে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।
তিনি বলেন, ‘জাহাজের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
জানা গেছে, কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী পর্যটকদের তুলতে জাহাজটি ভেড়ার ঠিক তার আগমুহূর্তে আগুন লেগে যায়। নদীর মোহনায় দাও দাও করে জ্বলতে থাকে জাহাজটি।
এ সময় আগুনে জাহাজের এক কর্মচারীর মৃত্যু হয়। আর ট্রলার ও স্পিডবোটে করে স্থানীয়রা উদ্ধার করে জাহাজের ক্রুসহ ১৫ জনকে।
এ ঘটনায় দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। কিন্তু ৪ ঘণ্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা।
এদিকে জাহাজে আগুন লাগার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সেন্টমার্টিনগামী পর্যটকদের মধ্যে। জাহাজটিতে ২০০ জনের মতো যাত্রী থাকলেও তাদের মধ্যে ১২০ জনকে ৩টি জাহাজে তুলে দেওয়া হয়।
আর বাকিরা রোববার সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানা গেছে।
All rights reserved © 2024
Leave a Reply