অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন নিয়েছেন বলে জানা গেছে।
আগে থেকে দেওয়া ঘোষণা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন আসিফ মাহমুদ। বেশ কয়েকটি দলের সঙ্গে তার যুক্ত হওয়ার খবর রটলেও শেষ পর্যন্ত গত ১২ ডিসেম্বর তিনি নিজেই জানান, কোনো দলের হয়ে নয়, প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী হয়ে।
গত ১২ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ার ঘোষণা দেন তিনি।
একটি ভিডিও আপলোড; এর ক্যাপশনে লেখেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের সহযোগিত ও সমর্থন কাম্য।’
আসিফ মাহমুদ যে আসন থেকে লড়বেন সেই ঢাকা-১০ আসন ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ নিয়ে গঠিত। এরই মধ্যে এই আসনের ভোটারও হয়েছেন তিনি।