
কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার (২৪) নামের এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ১টার দিকে পৌর শহরের ৩নং ওয়ার্ডে অবস্থিত আলীশান আবাসিক হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হোটেলের রেজিস্টার সূত্রে জানা গেছে, ফাহিমা আক্তার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর ফাহিমা আক্তার ও আরিফ হোসেন নামের এক যুবক ভ্রমণের জন্য কুয়াকাটায় আসেন।
তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। ঘটনার দিন বিকাল থেকে কক্ষটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলছিল।
পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় কক্ষের ভেতর থেকে দরজার ছিটকানি লাগানো ছিল। ঘটনার পর থেকেই স্বামী পরিচয়দানকারী আরিফ হোসেন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তার পরিচয় ও অবস্থান নিশ্চিত করতে তদন্ত জোরদার করা হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
All rights reserved © 2024
Leave a Reply