
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে আগামীকাল জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু মসজিদই নয়, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে, যেন সবাই বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করতে পারেন।
একই সঙ্গে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে তার সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সফর করেন।
তিনি সন্ধ্যা ৭টার পর হাসপাতালে পৌঁছান এবং সেখানে প্রায় আধাঘণ্টা অবস্থান করেন।
হাসপাতালে গিয়ে তিনি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার অনুরোধ জানান।
তিনি খালেদা জিয়ার পরিবার ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বানও জানান।
হাসপাতালে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
All rights reserved © 2024
Leave a Reply