
ভূমিকম্পজনিত আতঙ্কের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব ক্লাস-পরীক্ষা এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একইসঙ্গে আগামীকাল সোমবার সকাল ১০টার মধ্যে হলে থাকা নারী শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
উপাচার্য বলেন, আজ থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর মান পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিনের নেতৃত্বে বুয়েটের ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটি আগামী ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে কোনো পরিবহনের ব্যবস্থা করা হবে কি না জানতে চাইলে উপাচার্য বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
All rights reserved © 2024
Leave a Reply