বগুড়া সদর উপজেলায় জহুরুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘীর তালুকদার গ্রামের একটি ধানখেত তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত জহুরুল ইসলাম বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের মোকলেসার রহমানের ছেলে।
তিনি হাজরাদিঘী গ্রামে মামার বাড়ি থেকে বেকারি ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করে ধানখেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
বগুড়া সদর থানা পুলিশ জানায়, এটি হত্যাকাণ্ড। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।