খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে খুলনায় সফর করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা।
শনিবার (২ নভেম্বর ২০২৫) দুপুরে আইনজীবী অধিকার পরিষদ খুলনা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মোশাররফ হোসেন শেখসহ স্থানীয় আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব রাশিদুল ইসলাম (এসকে রাশেদ) ও লায়ন নুর ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি এইচ এম তাজুল ইসলাম এবং খালিশপুর থানা গণঅধিকার পরিষদের ইলিয়াস কবির।
নেতারা জানান, নির্বাচনকে সামনে রেখে আইনজীবীদের দাবিদাওয়া এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে তারা মতবিনিময় করেছেন। পাশাপাশি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান তা