মার্কিন মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে রাতভর ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ৯০ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ২৪ জন শিশুও রয়েছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার চিকিৎসা সূত্রের বরাতে বুধবার (২৯ অক্টোবর) আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে গাজা সিটিতে কমপক্ষে ৪২, উত্তর গাজায় ৩১ জন এবং দক্ষিণ গাজায় ১৮ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাতজুড়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় শক্তিশালী বেশ কয়েকটি বিমান হামলা চালায় ইসরায়েল।
সিভিল ডিফেন্স আরও জানায়, অন্তত তিনটি হামলা চালানো হয়েছে, যার একটি অঞ্চলটির প্রধান আল-শিফা হাসপাতালে বলে জানানো হয়।
তেল আবিব প্রশাসন হামাসের বিরুদ্ধে তার সৈন্যদের উপর আক্রমণ এবং মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলার পর এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
হামাসের অধীনে উদ্ধারকারী বাহিনী হিসেবে কাজ করা সংস্থাটির একজন মুখপাত্র বলেন, গাজার বিভিন্ন অংশকে লক্ষ্য করে হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন।
তবে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন- মঙ্গলবারের হামলার পরও যুদ্ধবিরতি বহাল আছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন, হামাস একজন ইসরায়েলি সৈন্যকে আঘাত করার পর ইসরায়েল প্রতিঘাত করেছে।
কিন্তু তিনি জানিয়েছে, কোনো কিছুই যুদ্ধবিরতিকে বিঘ্নিত করবে না। তিনি আরও বলেছেন, হামাসকে সংযত আচরণ করতে হবে।