গতকাল সকাল ১১ টায় রাজধানীর পুরানা পল্টন মোড় এল মল্লিক কমপ্লেক্স কনফারেন্স হল রুমে বিশ্ব ধূমপানমুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরী মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে আগামী ডিসেম্বর মাসে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যদের বরন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।
এই অনুষ্ঠানটি ঢাকার কেরানীগঞ্জে শরীফ পার্কে দিনব্যাপী সকাল ৯ টা থেকে রাত ৮ পর্যন্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীর এই অনুষ্ঠান সুন্দরভাবে করার জন্য একটি উদযাপন কমিটি করা হয় সর্বসম্মতি ক্রমে সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ রেজাউল ইসলাম লাকী কে উদযাপন কমিটির আহ্বায়ক এবং সংগঠনের অর্থ সম্পাদক জনাব ইমারত হোসেন ইমনকে সদস্য সচিব করে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব আশরাফুল আলম রিয়াজ, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি শেখ আজিমুউদ্দিন আহমেদ, ডাক্তার মেহেদী হাসান, যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট সেলিনা আক্তার, জিল্লুর রহমান আজাদ, রেদোয়ান হোসেন অমি, মোঃ সোহাগ ইসলাম, দপ্তর সম্পাদক তারেক হাসান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার আশফাক আহমেদ চৌধুরী,
শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া তূর্ণা , প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন মোঃ তুহিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাসেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিবুল্লাহ জয়, সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম সিকদার, সহ মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, সহ শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ ইয়াসমিন ইসলাম, নির্বাহী সদস্য মোঃ বেলায়েত হোসেন, শাহরিয়ার পারভেজ রানা কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইমারত হোসেন ইমন, উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী।
অনুষ্ঠানের প্রধান আলোচক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী পরিকল্পনা পাঠ করে শোনান সভাপতি প্রস্তাবনা রাখেন। আগামী অনুষ্ঠানটি সুন্দরভাবে করার জন্য সর্বসম্মতিক্রমে সকলের একমত পোষণ করেন।