গাজায় ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। ফিলিস্তিনের সরকারি তথ্যমতে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ৯৭ জন ফিলিস্তিনি।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদে ইসরায়েল মোট ৮০ বার যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। এসব ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের জঘন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে রয়েছে বেসামরিক জনগণের ওপর গুলিবর্ষণ, লক্ষ্যবস্তুতে একাধিকবার বিমান হামলা, ইচ্ছাকৃত গোলাবর্ষণ এবং সাধারণ নাগরিকদের গ্রেপ্তার।
গাজার প্রশাসনের দাবি, এসব ঘটনা ইসরায়েলি বাহিনীর ‘আগ্রাসী ও দমনমূলক মনোভাব’-এর প্রতিফলন, যার উদ্দেশ্য যুদ্ধবিরতির বাস্তবতা উপেক্ষা করে সহিংসতা জিইয়ে রাখা।
গাজার বিবৃতিতে আরও বলা হয়, ‘এইসব আচরণ শুধু মানবাধিকারের চরম লঙ্ঘন নয়, বরং দখলদার বাহিনীর রক্তপিপাসু নীতির নগ্ন প্রকাশ।
এদিকে আন্তর্জাতিক মহলে বারবার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হলেও বাস্তবে পরিস্থিতি উত্তপ্তই থেকে যাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কার্যকর হস্তক্ষেপ কামনা করছে।
All rights reserved © 2024
Leave a Reply