প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ
গাজার রাফাহ ক্রসিং খুলছে আজ

গাজার শাসক দল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত হিসেবে আজ থেকে উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশের সবচেয়ে বড় প্রবেশদ্বার রাফাহ ক্রসিং পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েলের কান পাবলিক ব্রডকাস্টারের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল সরকার গত শুক্রবার যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রাথমিকভাবে পরিকল্পনা অনুসারে বুধবার (১৫ অক্টোবর) রাফাহ ক্রসিং পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
গাজায় গুরুত্বপূর্ণ ত্রাণের রুটটি পুনরায় চালু করতে ইসরায়েল বিলম্ব করার হুমকি দিচ্ছে বলে দাবি করে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। তবে কানের মতে, মঙ্গলবার রাতে হামাস আরও চারজন বন্দির মৃতদেহ ফেরত দেওয়ার পর এবং বুধবার আরও মৃতদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলে সিদ্ধান্তটি বাতিল করা হয়।
Copyright © 2025 Vokta TV. All rights reserved.