২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে দীর্ঘ দুই বছর ধরে চলা ব্যাপক প্রাণক্ষয়ী ও ধ্বংসাত্মক যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, বন্দুক ও সাইরেনগুলো আজ নিশ্চুপ, আকাশ শান্ত হয়ে আছে আর পবিত্র ভূমিতে সূর্যোদয় হয়েছে- যেখানে অবশেষে শান্তি বিরাজ করছে। ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের জন্য দীর্ঘ দুঃস্বপ্নের রাত শেষ হয়েছে।
নেসেটে ভাষণ দেওয়ার ঘণ্টাখানেক পর ট্রাম্প মুসলিম ও ইউরোপিয়ান নেতাদের সঙ্গে গাজা ভূখণ্ডের ভবিষ্যৎ ও বৃহত্তর আঞ্চলিক শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে মিশর যান।
তবে এ বৈঠকে হামাস ও ইসরায়েলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
এর আগে, শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরুর মধ্য দিয়ে গাজায় যুদ্ধ থামে। চু্ক্তি অনুযায়ী এর তিন দিন পর সোমবার হামাস তাদের হাতে বন্দি ২০ জীবিত জিম্মির সবাইকে মুক্তি দেয় আর ইসরায়েলও তাদের কারাগারে বন্দি ২৫০ জন দণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি এবং গাজা যুদ্ধ চলাকালে আটক ১৭শ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেয়।
২০ দফা ট্রাম্পেরর শান্তি পরিকল্পনার প্রথম পর্ব সফলভাবে শেষ হলেও পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতা হওয়া এখনও বাকি।
All rights reserved © 2024
Leave a Reply