বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ একাধিক দাবি আদায়ের লক্ষ্যে চলমান অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করতে জাতীয় প্রেসক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ শিক্ষকদের সরে যেতে বারবার অনুরোধ জানালেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
আন্দোলনকারীরা জানায়, তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে দীর্ঘদিন ধরেই কর্মসূচি চালিয়ে আসছেন।
দাবি আদায়ে রোববারও প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন তারা।
ঘটনার সময় শিক্ষকরা পুলিশি পদক্ষেপের প্রতিবাদে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। সাউন্ড গ্রেনেডের শব্দে আন্দোলনকারীরা কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হলেও পরে আবার সংগঠিত হয়ে প্রেসক্লাবের সামনেই জড়ো হন।
শিক্ষক নেতারা মাইক ব্যবহার করে উপস্থিত সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে চলার অনুরোধ করেন।
All rights reserved © 2024
Leave a Reply