ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের শূন্যরেখায় এ বৈঠক হয়।
বিজিবির পক্ষ থেকে অংশ নেন অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি ও ১০ সদস্যের প্রতিনিধি দল। অপরদিকে বিএসএফর পক্ষে উপস্থিত ছিলেন ৫৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শৈলেশ কুমারসহ কর্মকর্তারা।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে শান্তি বজায় রাখা, হত্যাকাণ্ড ও মাদক চোরাচালান প্রতিরোধসহ পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বিজিবি ও বিএসএফের এ সৌজন্য সাক্ষাৎ সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবে।
All rights reserved © 2024
Leave a Reply