1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী কলসকাঠী বাজার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার পঠিত

সোহেল হাওলাদার বরিশাল প্রতিনিধি

দীর্ঘদিন উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী কলসকাঠী বাজার ও হাট রক্ষণাবেক্ষণে আজও নেই কোন যথাযথ উদ্যোগ সরকারি পৃষ্ঠপোষকতা ও তদারকির অভাবে এ বাজার মানুষের নানা দুর্ভোগের কারণ হয়ে ওঠেছে ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে সঙ্গতি রেখে হাট ও বাজার সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ না করা |

এবং অব্যবস্থাপনায় দেখা দিয়েছে নানা সংকট আর প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের অভাবে কলসকাঠী বাজার ও হাটে চরম দুরবস্থা বিরাজ করছে বলে অভিযোগ এলাকাবাসী ও ভুক্তভোগীদের।
সরজমিনে দেখা যায়,

কলসকাঠী হাট বাজারগুলোতে বেহাল অবস্থা বিরাজ করছে,নোংরা আবর্জনা যেখানে সেখানে স্তুপ করে রাখায় চারিদিকে দুর্গদ্ধ ছড়িয়ে পড়ায় পথচারীরা চলাচলে দুর্ভোগ পোহাতে হয় ড্রেনের ব্যবস্থা নামমাত্র থাকলেও অপরিচ্ছন্ন থাকায় দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দুগন্ধ ছড়িয়ে পড়ে ভারী বর্ষণে ড্রেন থেকে দুগন্ধময় পানি উপচে রাস্তায় ছয়লাপ হয়ে যায়,হাট বাজারগুলোতে ইজারাদার কর্তৃক টোল আদায় করা হলেও কিছু ব্যবসায়ী স্থায়ীভাবে দখল করে আসছে।

এছাড়া রাস্তার উপরে দোকানের সামনে মালামাল রেখে ব্যবসা করায় হাট বাজারে আসা ক্রেতা বিক্রেতা চলাফেরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে বাজারের স্থায়ী দোকানগুলোর সামনে ফুটপাত দখল করে বেচাকেনা করায় সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়ে এবং এতে দুর্ঘটনা ঘটে হাট বাজারগুলোর রাস্তা ঘাট অবস্থা আরো করুন,

এছাড়া হাট রাজস্ব আয় হলেও হাট বাজার উন্নয়নের তেমন কোন কার্যক্রম লক্ষ্যে করা যায় না,অপরদিকে কলসকাঠী গরুর হাটে প্রতিবছর হাজার হাজার টাকা রাজস্ব আয় হলেও উন্নয়নের ছোয়া লাগেনি,একটু বৃষ্টি হলে গরুর হাটে কাঁদা জমে ক্রেতা বিক্রেতারা দুর্ভোগে পড়েন,এই হাটে হাজার হাজার টাকা রাজস্ব আয় হলেও কোন উন্নয়ন হয়নি।

এছাড়াও নির্দিষ্ট স্থান না থাকায় রাখা হয় কলসকাঠী সদর রোডে রিস্কা,ভ্যান,অটো ও মোটরসাইকেল,জারফলে ভোগান্তীতে পথচারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost