 
																
								
                                    
									
                                 
							
							 
                    
খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে নিহতদের মরদেহ সৎকার ও আহতদের উন্নত চিকিৎসার সুবিধার্থে ঢাকা-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শিথিল করা হয়েছে।
তবে জেলার অন্যান্য সড়কে অবরোধ কার্যক্রম পূর্বের ঘোষণার মতোই বহাল থাকবে।
সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল এ সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, আহতদের চিকিৎসার জন্য ঢাকা থেকে একটি বিশেষ চিকিৎসক দল খাগড়াছড়িতে পৌঁছাবে।
তাদের যাতায়াতে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেজন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।
এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে অন্য অভিযুক্তরা এখনও পলাতক।
তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে গত শনিবার থেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে জুম্ম ছাত্র-জনতা।
All rights reserved © 2024
Leave a Reply