শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, লোহাগড়া উপজেলা সভাপতি নজরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ ও সাধারণ সম্পাদক তাহাজ্বত খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল মোল্যা এবং ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি আনিসুজ্জামান সোহাগ।
বক্তারা নুরুল হক নূরের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ভিন্নমতের রাজনীতি দমন করতে ধারাবাহিকভাবে হামলার আশ্রয় নিচ্ছে। তারই অংশ হিসেবে ভিপি নূরের ওপর এ বর্বরোচিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেন নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় গণঅধিকার পরিষদ জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাবে।
All rights reserved © 2024
Leave a Reply