1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

মাগুরায় সাপের কামড়ে শাওন নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পঠিত

তৌহিদ, মাগুরা

মাগুরাতে সদর উপজেলার শ্রীকান্তপুর গ্রামে সাপের কামড়ে শাওন শিকদার (১৯) নামে এইচএসসি পরীক্ষার্থী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার ২৭ জুলাই সন্ধ্যায় সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শাওন শিকদার ওই গ্রামের বাদশাহ শিকদারের ছেলে এবং আমুড়িয়া কারিগরি মহাবিদ্যালয়ের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে শাওনের চাচাতো ভাই জহির শিকদার জানান, সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে হাঁটতে বের হলে একটি বিষধর সাপ শাওনকে কামড় দেয়। কামড় দেওয়ার পর পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় এক ওঝার বাড়িতে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ ঝাড়ফুঁক চললেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে আরেক ওঝার কাছে নেওয়া হয়।

তবে সময়ের সঙ্গে সঙ্গে শাওনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষমেশ রাত সাড়ে ১১টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশীদ বলেন, “ওই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শুনেছি, তাকে ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। অথচ আমাদের হাসপাতালে যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনম মজুত রয়েছে। যদি সময়মতো চিকিৎসা দেওয়া হতো, তাহলে হয়তো যুবকটিকে প্রাণে বাঁচানো যেত।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকদের মতে, সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নেওয়াই একমাত্র কার্যকর উপায়। ওঝার ঝাড়ফুঁকে সময় নষ্ট করলে বিপদ বাড়ে। শাওনের মৃত্যু সেই করুণ বাস্তবতারই প্রমাণ।

এই আধুনিক যুগে এসে এজাতীয় গোঁড়ামী আমাদের কাম্য নয়।আশাবরি আগামীতে আমরা আরো সচেতন হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost