জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের মধ্যেই ফরেন সার্ভিস একাডেমিতে জরুরি ফায়ার অ্যালার্ম বেজে ওঠেছে।
সোমবার (২৮ জুলাই) বৈঠকের দ্বিতীয় দিনের শুরুতে এ ঘটনা ঘটে। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফরেন সার্ভিস একাডেমির ফায়ার অ্যালার্ম হঠাৎ বাজতে শুরু করে। এরপর সবাই তাড়াহুড়ো করে বের হন।
ঐক্যমত কমিশনের আলোচনা স্থগিত রেখে উপস্থিত সবাই বেরিয়ে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে, ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি।
জানা যায়, সরকারি কর্মকমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে বিএনপির ওয়াকআউট করেছে।
এদিন বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, যে সব আলোচনা টেবিলে এসেছে সেসব অমিমাংসীত বিষয় নিয়ে আলোচনা হবে। বেশকিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে।
এ দিনের আলোচনার শুরুতে তিনি এ কথা জানান।
কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো অনেকবার পরিবর্তন করা হয়, যেন রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। ১২টি বিষ