1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

মাগুরাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কর্তৃক ১টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায়

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পঠিত

তৌহিদ, মাগুরা

মাগুরা জেলার সদর উপজেলার গাংনালিয়া বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার ২৭ জুলাই বেলা ১১.০০টা থেকে ১.৩০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে সার, কীটনাশক ডিলার ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় মেসার্স মাবিয়া ট্রেডার্স নামক বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানে তদারকিকালে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ১৩৫০ টাকার টিএসপি সার ১৬৫০ টাকা ও ১০৫০ টাকা দামের ডিএপি সার ১৫০০ টাকা পর্যন্ত বিক্রয় করেছেন।

এছাড়া অধিক দামে সার বিক্রয় করলেও ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ করছেন না। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার জাকির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে মোট ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো: রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মতামত ব্যক্ত করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা সহকারী পরিচালক সজল আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost