1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে গৃহবধূ আসমা হত্যার অভিযোগে স্বামী ও মেয়ে গ্রেপ্তার।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৭০ বার পঠিত

বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূ আসমা বেগমকে হত্যার অভিযোগে তার স্বামী ও সৎ মেয়েকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে সৎ মেয়েকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে ও স্বামীকে উপজেলার কলসকাঠী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন উপজেলার কলসকাঠী ইউনিয়নের মৃত ছবেদ হাওলাদারের পুত্র আবুল হোসেন হাওলাদার (৫২) ও তার প্রথম স্ত্রীর কণ্যা সাকিবা আক্তার মৌসুমী (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে , গত ১৭ জুন মাগরিবের নামাজের দিকে আসমা বেগমকে একা পেয়ে তার ঘরে ঢুকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ১৮ জুন নিহতের ছেলে আছিম বিল্লাহ বাদী হয়ে অজ্ঞাতানামা কয়েকজনকে আসামী করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে গত ২২ জুন নিহতের প্রতিবেশী মোস্তফা হাওলাদার ও শফিকুল ইসলাম নামের দুইজনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের স্বামী আবুল হাওলাদার ও সৎ মেয়ে সাকিবা আক্তার মৌসুমীকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের আসমা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার ক্লু রয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গৃহবধূ আসমা বেগম হত্যার সাথে তার স্বামী ও মেয়ের সম্পৃক্ততা থাকতে পারে। যে কারণে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost