সাত দফা দাবি নিয়ে শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ।
এ উপলক্ষে রাজধানীতে নেতাকর্মী-সমর্থকদের ঢল নামলেও কোথাও দেখা যায়নি বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ।
সমাবেশ ঘিরে শাহবাগ, টিএসসি, মৎস্য ভবন, হাইকোর্ট, পলাশী, নিউমার্কেট, বাংলামোটরসহ আশপাশের এলাকায় সুশৃঙ্খলভাবে চলাচল করছেন লোকজন। কোথাও কোনো ধাক্কাধাক্কি, হুলস্থুল কিংবা বিশৃঙ্খলার দৃশ্য চোখে পড়েনি।
এই শৃঙ্খলা নিশ্চিত করতে মাঠে রয়েছে জামায়াতের প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক। তারা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আগত নেতাকর্মীদের পথনির্দেশনা, সমন্বয় এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।
তাদের অনেকেই একরঙা পোশাক, আইডি কার্ড এবং দায়িত্বভিত্তিক টিমে বিভক্ত হয়ে কাজ করছেন।
বাংলামোটর মোড়ে দায়িত্বে থাকা এক স্বেচ্ছাসেবক বলেন, আমরা সকাল ৬টা থেকে দায়িত্বে আছি। কে কোন দিক দিয়ে যাবে, কোন এলাকা কোন গেটে ঢুকবে, তা আগেই ভাগ করে দেওয়া হয়েছে। তাই ভিড় হলেও বিশৃঙ্খলা হয়নি।
আরেক স্বেচ্ছাসেবক বলেন, কোনো যানজট যেন হয়, আমাদের ভাইয়েরা যেন কষ্ট না পায় সেজন্য আমরা দায়িত্বে।
All rights reserved © 2024
Leave a Reply