1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

রাস্তা নয় এ যেন মরণফাঁদ: যশোর সাতক্ষীরা মহাসড়ক

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

রাস্তা নয় এ যেন মরণফাঁদ: যশোর সাতক্ষীরা মহাসড়ক

মোঃ ইমরান হোসেন হৃদয়

অতিরিক্ত নিম্ন চাপের কারণে পরিবেশ পরিস্থিতি ও জনগণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যশোর- সাতক্ষীরা মহাসড়কের কিছু কিছু জায়গা।রাস্তা দেখে বোঝার উপায় নাই এ রাস্তা নাকি পুকুর। যশোর টু সাতক্ষীরা হাইওয়ে রোড -এ বাগআঁচড়া জিরো পয়েন্ট হইতে যশোরের পানি জলাবদ্ধতায় থাকায় জনগণ অনেক ভোগান্তির শিকার হচ্ছে, যাত্রীবাহী যানবহন গুলো মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে,পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়, সাধারণ জনগণ অনেক বিপদের সম্মুখে পড়তে হচ্ছে, এতে করে যানবাহন গুলো অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে।

এ বিষয়ে পথচারীদের মতামত জানতে চাইলে তারা জানান। অতিরিক্ত বৃষ্টির কারণে, এই হাইওয়ে রোডে সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করছে। মাঝেমধ্যে গর্তে পড়ে ভ্যান,মোটরসাইকেল, আলমসাধু, ইজিবাইক,সকল ধরনের যানবাহন উল্টে যায়, যানবাহন গুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, যেখানে সেখানে খানা গর্ত হওয়ার কারণে যানবাহনগুলো মর্মান্তিক দুর্ঘটনা কবলে পড়ছে।

যশোর সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর সহকারী প্রকৌশলী মহাবুব খান জানান, মহাসড়কের বাগআঁচড়া অংশের উন্নয়নে বাজেট অনুমোদন দেয়া হয়েছে, দ্রুত সংস্কার কাজ শুরু হবে। তিনি আরো জানান, পথচারীদের দুর্ভোগ আমরা বুঝি, এটাকে অগ্রাধিকার দিয়েই যেসব স্থানে বেশি সমস্যা, সেই সব স্থান চিহ্নিত করে প্রাথমিকভাবে কারফিটিংয়ের মাধ্যমে পথচারীদের চলাচলের উপযোগী করে দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost