
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম । সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশাসনের কিছু কর্মকর্তা ও কর্মচারীর আচরণ নিয়ে উদ্বেগ জানান।
পোস্টে দাবি করা হয়, উপজেলা প্রশাসনের একাংশ নাকি একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবের আওতায় থেকে কাজ করছে এবং এতে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। পোস্টদাতার ভাষ্যমতে, “একজন দলের নেতার নির্দেশনায় প্রশাসনের কিছু কর্মকর্তা কার্যত ‘আজ্ঞাবহ কর্মচারী’তে পরিণত হয়েছেন।”
এছাড়া, পোস্টে আরো বলা হয়, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের যেকোনো অনিয়ম ও বৈষম্যের বিষয়ে সরব থাকবেন তাঁরা। যদি এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া যায়, তবে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্ট থেকে সংগৃহীত, এবং এটি ব্যক্তির নিজস্ব মতামত বা সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের অবস্থান প্রকাশ করে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
All rights reserved © 2024
Leave a Reply