1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
  5. Voktatv765@gmail.com : Voktatv765@gmail.com :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থার নামে কামরুল ও রাসেল সরকারের প্রতারণা—–

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার নামে কামরুল ও রাসেল সরকারের প্রতারণা—–

কোম্পানির আইনে রেজিস্ট্রেশন করে কামরুল ও রাসেল সরকার দেশব্যাপী অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা , জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট এর চেয়ারম্যান লায়ন নুর ইসলাম এ কথা জানান।
৪৩ বছরের ঐতিহ্যবাহী তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের প্রাণের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থাকে নিয়ে দীর্ঘদিন নিরীহ সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করে আসছে প্রতারক কামরুল ইসলাম ও রাসেল সরকার।
টাকার বিনিময়ে আলু পটল ব্যবসায়ী চা বিক্রেতা এবং মাদক ব্যবসায় লিপ্ত ব্যক্তিদের কে করা হচ্ছে জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য, দেওয়া হচ্ছে আইডি কার্ড। অথচ কোম্পানির আইনে রেজিস্ট্রেশন নিয়ে ব্যবসা করা যায় কিন্তু দেশব্যাপী সাংবাদিক সংগঠন করার আইনগত কোন বৈধতা নেই।
শুধু তাই নয়, জয়েন্ট স্টক থেকে কোম্পানির আইনে রেজিস্ট্রেশন নিলেও চৌদ্দ বছর তা রি-নিউ হয়নি। শুধু তাই নয় উক্ত অবৈধ রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্টার বরাবর আবেদন করেন জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব ও সাংগঠনিক সচিব পরিচয়ের প্রতারক দ্বয় কামরুল ইসলাম ও রাসেল সরকার এর বিভিন্ন প্রতারণা,চাঁদাবাজি ও নারী পাচার তথা মাদক ব্যবসার প্রতিবাদ জানালে আওয়ামী লীগ আমলের শেখ রাসেল বর্তমান রাসেল সরকার বিএনপি’র বিশাল নেতা হিসেবে পরিচয় দিয়ে কিছু মাদক ব্যবসায়ীদের সঙ্গে এনে দেশি-বিদেশি অস্ত্র সহ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের অফিস ভাঙচুর ও লুটপাট করে।
যাহা ট্রাস্টের চেয়ারম্যান বাংলাদেশ সেনাবাহিনী সেগুনবাগিচা ও পল্টন থানা কে অবহিত করেন। উক্ত বিষয়ে পল্টন থানায় মামলা দায়ের হয়েছে, যাহার আইওএসআই ইব্রাহিম। এ সংবাদ পেয়ে প্রতারক কামরুল ইসলাম ও রাসেল সরকার লায়ন নুর ইসলামের বিরুদ্ধে নাম বিহীন পোর্টালে ফ্যাচিস্ট সরকার শেখ হাসিনার দোসর হিসেবে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। একইসঙ্গে পুলিশ প্রশাসনের বিভিন্ন সেক্টরে অপরাধী সাজানোর অপপ্রয়াস চালাচ্ছে। জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট এর ২০২৫/২৬ নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান পহেলা ডিসেম্বর ২০২৪ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, উক্ত অনুষ্ঠান এ বাধা সৃষ্টি করার জন্য বিভিন্ন প্রশাসনে পর্যন্ত লিখিত অভিযোগ দাখিল করেছে।
উক্ত প্রতারকদের সম্বন্ধে লায়ন নুর ইসলাম বলেন তাদের উভয়ের নামে প্রতারণা, মাদক সহ একাধিক মামলা রয়েছে। আরোও বলেন, উক্ত প্রতারক দ্বয় রাজনৈতিক দলের পরিচয় দিলেও বিএনপি বা জামাতের কোথাও তাদের নাম নিশানা নেই। এদের পেশাই প্রতারণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2024

Designed & Developed by Raytahost