শাওন হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি: গতকাল বিকাল 4টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলন কেরানীগঞ্জ এর ছাত্র-জনতা আটি বাজার ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন ও রাস্তা সংস্কার এর দাবিতে মানববন্ধন করেন উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, সাজ্জাদ,আলামিন, শাফায়েত, ইমরান, আলবি ইব্রাহিম, মামুন,জাবেদ, কামাল সুমন, ইমন, বকুল, সাদিয়া, নাম না জানা আরও অনেকেই ছিলেন এই মানববন্ধনে। উক্ত এই মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র, জনতা শাফায়েত হোসেন আরো অনেকেই বক্তব্য রাখেন শাফায়েত হোসেন বলেন, এখানে আমরা আসছি ব্রিজ সংস্কার মানববন্ধনে কিন্তু আমাদের একটাই দাবি আমরা দুর্নীতি মুক্ত কেরানীগঞ্জ চাই আমাদের এই ব্রিজ দীর্ঘ চার বছর ধরে কাজ চলছে চলতেছে চলমান আছে কিন্তু, দীর্ঘ এক বছর সময় ধরে কনো কাজ চলমান নাই এবং এটা স্থগিত রাখা হয়েছে এটার জন্য মানুষের জন দুর্ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এই ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে, তাই আমরা ব্যবহার করতে পারছি না। সরকারের এই কাজটি শীঘ্রই সম্পন্ন করে এই জনদুর্ভোগ থেকে আমাদের মুক্তি দেওয়া হোক আমাদের এটাই দাবি। আমরা চাই যে কেরানীগঞ্জ হোক দুর্নীতিমুক্ত এবং জন দুর্ভোগ লাঘব চাই, জীবনযাত্রা সবার অধিকার ব্রিজ হোক দ্রুত সংস্কার। যদি ব্রিজের কাজ হয় শেষ আটিবাজার ফিরে পাবে তার আগের ব্যেস। এবং আমরা এই দাবি ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত এই ব্রিজ সাধারণ মানুষের ব্যবহারের জন্য উপযোগী না হয়।
Leave a Reply