1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

খেলাফত রাষ্ট্রব্যবস্থা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবজাতির নিরাপত্তা নিশ্চিত করেছে(মাওলানা মুহাম্মাদ মামুনুল হক)

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৩২ বার পঠিত

শাওন হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি: বাংলাদেশ এখন একটি ঐতিহাসিক সময় অতিক্রম করছে। দীর্ঘদিনের একটি জঞ্জাল পরিস্কার হয়ে, একটি বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। জনতার প্রতিরোধে ফ্যাসিবাদ পালিয়ে বিদেশি প্রভুদের কাছে আশ্রয় নিয়েছে। যার এজেন্ডা বাস্তবায়নে তারা কাজ করছিল, তাদের কাছে চলে গেছে। এই ঘটনার মধ্য দিয়ে এক অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছে, আর সেটা হলো আগামী দিনের বাংলাদেশ ইসলামি বিপ্লবের জন্য প্রস্তুত করা।

কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি ইসলাম। ইসলাম মানুষের মুক্তি ও শান্তি নিশ্চিত করে। খেলাফত গোটা মানবতার মুক্তির জন্য। ইসলাম প্রদত্ত সমাজব্যবস্থা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মুক্তির নিশ্চয়তা প্রদান করেছে। এটা কোন তাত্ত্বিক আলাপ নয়, এটা শুধুমাত্র মুখের গালগল্প নয়। ইতিহাসের নিরিখে এ কথা নিরংকুশভাবে প্রমানিত। ঐতিহাসিক বাস্তবতা হলো- হাজার বছরের ইসলামি খেলাফতের শাসনব্যবস্থা- সকল ধর্মাবলম্বীদেরসহ পুরো মানবজাতিকে যেই শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দিয়েছেন, মানবজাতির ইতিহাসে তার দৃষ্টান্ত মেলা কঠিন।

দীর্ঘদিন আমরা স্বৈরাচারী সরকার ও প্রশাসনের চাপে ছিলাম। কাজে বাঁধা ছিল, এখন আল্লাহ তায়ালা সুযোগ করে দিয়েছেন। ইসলামের জন্য উর্বর এই ভূমিতে কাজ করার জন্য আগষ্ট বিপ্লব আমাদের সুযোগ তৈরি করে দিয়েছে।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ফ্যাসিবাদের ষড়যন্ত্রের স্লোগান সুশীলতার নামে এখনো শুনা যাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, ধর্মীয় উদারতা আর ধর্মীয় হীনমন্যতা ভিন্ন জিনিস। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় নিরাপত্তা ও অধিকার দিতে বাংলাদেশ রাষ্ট্র সাংবিধানিকভাবে বদ্ধ পরিকর। তবে মনে রাখতে হবে,ধর্ম যার যার, ধর্মীয় আচার অনুষ্ঠান তার তার। ধর্ম যার যার উৎসব সবার, এটি একটি কুফরি স্লোগান। এটা ছিল আওয়ামী ফ্যসিস্টদের বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করার পরিকল্পনার অংশ। এ দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার পায়তারা। ফ্যাসিবাদের বিদায়ের সাথে সাথে তার সকল ষড়যন্ত্রেরও বিলোপ করতে হবে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলেমসমাজ, শিক্ষাবিদ, সাংবাদিক ও ব্যবসায়ী সহ সকল পেশাজীবীদের সাথে মতবিনিময় ও দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা সভাপতি মাওলানা জাকির হুসাইন এর সভাপতিত্বে এবং সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা শফীকুল ইসলাম ও বাইতুলমাল বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব এর যৌথ পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, যুব মজলিস এর কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ আশ্রাফ।
উক্ত সভায় মতবিনিময় করেন জামিয়া ইসলামিয়া আরাবিয়া শাক্তা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা তসলিম হুসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা নাঈম, মাওলানা আযহার হাশেমী, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি মাওলানা ওমর ফারুক, মাওলানা রফিকুল ইসলাম সহ আরো অনেকেই।
এছাড়াও আরো বক্তব্য দেন, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হেলাল আমীন, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা হুসাইন আহমাদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ সিরাজ, ঢাকা জেলা দক্ষিণের ছাত্র মজলিসের সভাপতি মোঃ আব্দুর রহমান।
উপস্থিত ছিলেন শাখা দায়িত্বশীল মাওলানা আমিনুদ্দিন, মাওলানা নাঈম বিন মোক্তার প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Designed & Developed by iKormo