ঢাকা-আরিচা মহাসড়কের মোল্লাবাজার এলাকায় হাইওয়ে মিনি বাসের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে
মো: নাঈম মিয়া,মানিকগঞ্জ
মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের মোল্লাবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
সদর উপজেলার ফায়ার সার্ভিস অফিসের অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি হলেন সদর উপজেলার জাগীর ইউনিয়নের গুরকী গ্রামের বাসিন্দা আতোয়ার হোসেন( ৫৫)।
স্থানীয়রা জানান,মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়া পথচারীকে পিছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোলড়া হাইওয়ে থানার এস আই শাহ-আলম বলেন,আতোয়ার হোসেনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানা আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান
Leave a Reply