1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতি অবৈধ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৪২ বার পঠিত
Exif_JPEG_420
ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতি অবৈধ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা
মোঃ মশিউর রহমান, টাংগাইল জেলা প্রতিনিধিঃ
টাংগাইলের ঘাটাইলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার অবৈধ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ১লা অক্টোবর মঙ্গলবার বিকেলে ছামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যারের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা পরিচালিত হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রাথমিক শিক্ষক সমিতি দখলমুক্ত করার আবেদন জানায় প্রাথমিক শিক্ষক মন্ডলি। সূত্র জানায়, গত ৫ই আগষ্ট গণ আন্দোলনে সরকার পতনের পর ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’ ঘাটাইল শাখা, টাঙ্গাইল, এর কার্যক্রম স্থগিত করে তালাবদ্ধ রাখা হয়। গত ২০ আগষ্ট প্রায় তিনশত শিক্ষকের উপস্থিতিতে “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’ ঘাটাইল শাখা, এর কমিটি গঠিত হয়, যা ১১ সেপ্টেম্বর কেন্দ্র থেকে অনুমোদন করা হয়। হঠাৎ ১৪ই সেপ্টেম্বর কমিটি বালিত না করে পূণঃরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত করা হয়। গত ২৭সেপ্টেম্বর আমাদের কমিটি বাতিল না করে ২০ আগষ্ট পরাজিত কতিপয় শিক্ষক “সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, ঘাটাইল শাখা, (আউয়াল গ্রুপ) এবং ৫ই আগষ্ট পরাজিত আওয়ামী ফ্যাসিষ্ট পন্থী কতিপয় শিক্ষকের সাথে আতাত করে কেন্দ্র থেকে নতুন আরেকটি কমিটি অনুমোদন করে আনে। উল্লেখ্য যে, উক্ত আউয়াল গ্রুপের মিথ্যা মামলার কারণে ২০১০ সালের পরে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’ ঘাটাইল শাখা, আর কোন নির্বাচন করতে পারেনি। যেহেতু সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, ঘাটাইল শাখা (আউয়াল গ্রুপ) সম্পূর্ণ একটা ভিন্ন সংগঠন সেহেতু তাদের সম্পৃক্ততা এবং আওয়ামী ফ্যাসিষ্ট পন্থী শিক্ষকদের সম্পৃক্ততা সাধারণ শিক্ষক মেনে নিতে পারছেন না। আরও উল্লেখ থাকে যে, আউয়াল পন্থীদের মামলা জনীত কারণে অনেক শিক্ষক ব্যক্তিগত ভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয় এবং সমিতিও প্রায় ১০লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়। প্রতিদিন পাল্টাপাল্টি অবস্থানে আছে শিক্ষকরা। যে কোন সময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। অতএব, সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Designed & Developed by iKormo