উত্তরাঞ্চলের বন্যার্তদের পাশে দাঁড়াতে ছাত্রশিবিরের আহবান।
মিজানুর রহমান:
বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য সংগঠনের দায়িত্বশীল, কর্মী ও দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দলের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলেন, ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী এবং গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
বন্যাদুর্গত পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে তারা বলেন, ইসলামী ছাত্রশিবিরের সকল স্তরের নেতাকর্মীদেরকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে তারা বলেন, পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের প্রতি সরকার বিশেষভাবে নজর দিবেন। এছাড়া সকল সচেতন নাগরিকবৃন্দ সামর্থ্যের আলোকে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসবেন বলে আশা করেন
All rights reserved © 2024
Leave a Reply