আবারো শুরু হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের মানববন্ধন কর্মসূচি।
মোঃ নুর আলম
সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে ৪৫ হাজার কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি পালন করছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে। জেলা প্রশাসকের অনুমতিক্রমে। উক্ত মানববন্ধনে যেসব বিষয় তুলে ধরেছেন। সেগুলো হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে এর সকল কর্মকর্তা কর্মচারীদের উপরে অনিয়ম, দ্বৈতনীতি, নিম্নমানের মালামাল ক্রয়,এবং অভিন্ন সার্ভিস কোড,এবং সকল চুক্তিভিত্তিক অনিয়মিত চাকুরি, নিয়মিত করন।
এছাড়াও দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন সময়ে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন পল্লী বিদ্যুৎ সমিতির সমূহের কর্মকর্তা কর্মচারীরা এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার গণ তারা এই বিষয়গুলি তুলে ধরেন। আরো বক্তব্য রাখেন সমিতি সমূহের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার গন এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। তারা আরও বলেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায় বোর্ড (BREB)এর সাথে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের সমন্বয়কগণ বসে আলোচনা করে সমাধানের বিষয়টি চিঠি দিয়ে প্রকাশ করেন কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাতেও অংশগ্রহণ করেননি। এছাড়াও তাদের যে দাবিদবুবা গুলো আছে সেগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে
Leave a Reply