ইবি প্রশাসনের দায়িত্বে নতুন ৮ কর্মকর্তা
খঃ ফাহিম:
জুলাই বিপ্লবের পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনে পদত্যাগের আধিক্য দেখা দেয়। ব্যক্তিগত কারণ ও শিক্ষার্থীদের অসন্তোষের মুখে পদত্যাগ করেন ইবির প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কয়েকজন শিক্ষক। আজ ২৯শে সেপ্টেম্বর (রবিবার) দুপুরে শূণ্য পদগুলোতে নতুন শিক্ষকদের দায়িত্ব প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উপাচার্য কর্তৃক নির্দেশিত হয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত ৮টি আলাদা বিজ্ঞপ্তিতে নিয়োগ সমূহ নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয় ইবির নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম। পরিবহন প্রশাসকের দায়িত্ব পালন করবেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। সাদ্দাম হোসেন হলের প্রভোস্টের দায়িত্ব পালন করবেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: আবুল কালাম আজাদ। বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: জালাল উদ্দিন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান। শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী। আই.আই.ই.আর ইন্সটিটিউটের পরিচালকের দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: ফারুকুজ্জামান খান। অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মোঃ আনার পাশা উক্ত বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করবেন।
Leave a Reply